×
  • প্রকাশিত : ২০২৫-০১-০৬
  • ৭০ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, লামাঃ লামা উপজেলায় পাহাড়ী সন্ত্রাসী কর্তৃক হিল টপ এগ্রো  লিঃ এর রাবার বাগানের অপহৃত ম্যানেজারকে উদ্ধার করেছে সেনাবাহিনী।
 
গত০৫/০১/২০২৫ ইং তারিখ ৪.৫০ ঘটিকার সময় লামা উপজেলাধীন, গজালিয়া আর্মি ক্যাম্প হইতে উত্তরে ২৩  কিঃমি দুরত্বে,  সরই ইউনিয়নের  ৯ নং ওয়ার্ড  এর চাড়ালিয়া পাড়া এলাকায় মোঃ হাসমত আলী প্রকাশ রফিক (৪৫) পিতা- আব্দুর সবুর মাতা- ফরিদা বেগম সাং- আশিয়া, মল্ল পাড়া, বধুয়া, পোঃ- আশিয়া থানা- পটিয়া জেলা- চট্টগ্রাম বর্তমানে-ম্যানাজার,  হিলটপ এগ্রো লিঃ,ছিয়রছড়া, সরই ইউনিয়ন থানা- লামা জেলা- বান্দরবানকে  বাগানের নিচে পাহাড়ের ঢালুতে ছেড়ে দিয়ে যায় উপজাতীয় পাহাড়ি সন্ত্রাসীরা। 

গত ০৪/০১/২০২৫ ইং তারিখ ভোর ০৩ঃ০০ ঘটিকার সময় লামা উপজেলার সরই ইউনিয়নে হিলটপ এগ্রো লিঃ এর রাবার বাগানে থাকা তাহার বাসা  থেকে বাগানের ম্যানেজার মোঃ হাসমত আলী প্রকাশ রফিক (৪৫) কে অপহরণ করে তুলে নিয়ে যায় পাহারী সন্ত্রাসীরা।

 এরই পরিপ্রেক্ষিতে গজালিয়া আর্মি ক্যাম্প থেকে দুইটি বি টাইপ পেট্রোল মেজর জনাব আজিজ ৩১ বীর আলীকদম জোন এর নেতৃত্বে ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরবর্তীতে উক্ত ঘটনাস্থল থেকে টহল দল ফিরে আসার পরে বাগান থেকে অনুমান ০১ কিঃমি নিচে পাহাড়ের ঢালুতে  তাকে ৪.৫০ ঘটিকার সময় ছেড়ে দিয়ে যায় উপজাতীয় পাহাড়ি সন্ত্রাসীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat