এইচ.এম.সবুজ, চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সেবা খাতে নাগরিক পরিবীক্ষণ সেবা খাতে প্রাপ্ত তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে পালাকাটা কমিউনিটি ক্লিনিকে নাগরিক পরিবীক্ষণ সংক্রান্ত তথ্য উপস্থাপন করে এই মতবিনিময় সভার আয়োজন করে নাগরিক ফোরাম।
এই কর্মসূচি বাস্তবায়নে অংশীদার হিসেবে ছিল পালস বাংলাদেশ খান ফাউন্ডেশন, ও পালস বাংলাদেশ আর্থিক সহযোগিতায় এসডিসি (SDC) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, এবং কারিগরি সহযোগিতায় নাগরিকতা।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আতিকুর রহমান উপজেলা নির্বাহী অফিসার চকরিয়া,
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াছিন মিয়া ওসি তদন্ত চকরিয়া থানা,
জনাব মোহাম্মদ সালাহ উদ্দীন মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার, ভয়েসেস ফর চেইঞ্জ প্রকল্প খান ফাউন্ডেশন, জনাব আবু সালাম ডিপিও খান ফাউন্ডেশন, জনাব আতাউল সালমান সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা চকরিয়া, জনাব একে এম সাইদুল আলম স্বাস্থ্য পরিদর্শক( ইনচার্জ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চকরিয়া, চিরিংগা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা জনাব আতাউল গনি পারভেজ, জনাব এমডি আরিফুল ইসলাম এফপিআই চিরিংগা ইউনিয়ন, ও জেসমিন জন্নাত সিএইচসিপি পালাকাটা কমিউনিটি ক্লিনিক ও প্রমুখ, সভার সভাপতিত্ব করেন মোহাম্মদ লিয়াকত আলী সভাপতি নাগরিক ফোরাম ।
মতবিনিময় সভায় নাগরিক ফোরামের সদস্যরা স্থানীয় সেবা খাতের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করেন এবং নাগরিক সেবা আরও উন্নয়নে প্রস্তাবনা ও করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
সভাটি পরিচালনা করেন নাগরিক ফোরামের সদস্য মো. ইশফাতুল হাসান ইশফাত , এবং সার্বিক সহযোগিতায় ছিলেন নাগরিক ফোরামের সদস্য সচিব জনাব মাষ্টার মীর কাশেম ও ফোরাম সদস্য যথাক্রমে জনাব, আব্দুল গণি,মোহাম্মদ সোহেল,মনোয়ারা বেগম,মফিজুর রহমান,ইমাম হোসেন, আব্দুল্লাহ আল নোমান সোহেল রানা সহ প্রমূখ।
নাগরিক অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সেবা খাতের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে এমন উদ্যোগকে উপস্থিত সকলেই প্রশংসা করেন।
এ জাতীয় আরো খবর..