ছাদিকুর রহমান স্বাধীন খাঁন 
 সুনামগঞ্জ জেলা
জামালগঞ্জে এই প্রথম শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা পরিচালিত Excellence Academic Coaching
Teaching with responsibility & Learn with Morality এই শ্লোগানকে সামনে রেখে
জামালগঞ্জ উপজেলার সলক ছাত্র/ছাত্রীদের কথা চিন্তা করে এই প্রথম শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা পরিচালিত Excellence Academic Coaching. 
পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণিতে ভর্তি চলছে। 
সপ্তাহে চারদিন।  ২ টি করে বিষয় পড়ানো হবে এবং সাপ্তাহিক পরীক্ষা নেওয়া হবে। 
এই কোচিং শিক্ষার্থীদের সকল বিষয় পড়ানো হয়।
ক্লাস নিবেন দেশের সেরা বিশ্ববিদ্যালয় থেকে পাস করা  শিক্ষার্থীরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ইউনিভার্সিটি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট এমসি কলেজ সহ আরও অন্যান্য অভিজ্ঞ শিক্ষকরা।
পড়াশোনাকে সহজভাবে উপস্থাপন, 
উন্নত ক্লাসরুম ব্যবস্থা, দৈনিক সোনালী কন্ঠকে তরুণ তোফায়েল আহমেদ বলেন আমাদের জামালগঞ্জে ভালো একটা কোচিং সেন্টার নেই,জামালগঞ্জের ছাত্র/ছাত্রীদের হয়" সুনামগঞ্জ অথবা সিলেট গিয়ে কোচিং করতে হয়। সেই দিক দিয়ে চিন্তা করে Excellence Academic Coaching কে নিয়ে যাত্রা শুরু করি। আমি আশাবাদী এই তরুণ প্রজন্মের যাত্রা পথে আমি তাদের সহযোগী হিসাবে কাজ করতে সক্ষম হবো এবং শিক্ষার্থীদের বুঝার সক্ষমতা তৈরি করা নিয়ে কাজ করছে এই কোচিং সেন্টারটি ।
যোগাযোগের ঠিকানাঃ জামালগঞ্জ, নতুন পাড়া হেলিপ্যাড রোড, জামালগঞ্জ সুনামগঞ্জ ।
প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ তোফায়েল আহমেদ 
 01768638427/ 01580884925
 
                       এ জাতীয় আরো খবর..