×
  • প্রকাশিত : ২০২৫-১০-৩০
  • ৩৫ বার পঠিত
মামুন মিঞা, ফরিদপুর :

ফরিদপুরের নগরকান্দায় পুড়াপাড়া বাজারে দুপুর ২টায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন।

অভিযান চালিয়ে এক হাজার দুইশ’ প্যাকেট অবৈধ সার(গ্রোজিংক প্লাস উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে৫ হাজার টাকা জরিমানা করা হয় পরিবহন চালকের।

নগরকান্দা উপজেলার বিভিন্ন বাজারে অবৈধ সার বিক্রির অভিযোগে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালায় উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ  ও নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন । অভিযানে ১২০০ প্যাকেট অবৈধ সার জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ সার বহনকারী ট্রলি ড্রাইভারকে জরিমানা করা হয়।

ট্রলি ড্রাইভার ফুয়াদ মিয়া বলেন,"আমি এক জন ট্রলি ড্রাইভার,আমাকে বোয়ালমারী উপজেলার সস্রাইল এলাকার কলিমাঝি গ্রামের জামিন নামক একজন এই সারগুলো এবং একটা 'রশিদ'ধরিয়ে দেন এবং বলেন নগরকান্দা উপজেলার পুড়াপাড়া গিয়ে নামিয়ে দিয়ে আয়,আমি তাই আসছি এর বেশি কিছু বলতে পারছি না"।

এ বিষয় ট্রলি চালকের কাছে থাকা জামিলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,"এগুলো ফেলে দিতে এবং ফোনের লাইন কেটে দেয়"।

উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ বলেন,"একটা গোপন সংবাদের ভিত্তিতে আজ আমরা হাতে নাতে এই অবৈধ সার বহনকারী ট্রলি ড্রাইভারসহ ধরতে পেরেছি।আসলে এই ('গ্রোজিংক প্লাস',জিংক সালফেট,মনোহাইড্রেট,ফেমাস এগ্রো লিঃ-ঠিকানা উত্তরা,ঢাকা। এবং আমেরিকান জিংক,চাইনিস এগ্রো কেয়ার সিমট্রেম,হেমায়েতপুর,সাভার,ঢাকা নামধারী দুটি সারই অবৈধ।
এই গ্রোজিন একমাত্র 'সিনজেনটা'নামক প্রতিষ্ঠান।যার আই এম পি নং-৯৬৯।এধরণের ভূয়া অবৈধ সার কৃষক ব্যবহার করে প্রতারিত হওয়ার কথা চিন্তা করে আগেই জব্দ করা হয়েছে"।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, উপজেলা প্রশাসন অর্থাৎ “আমরা নিয়মিত বাজার তদারকি করছি। অবৈধ সার বিক্রি বা মজুতের সঙ্গে কেউ জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন আমি বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করবো,যেন এই অবৈধ সার ব্যবসায়ীকে আইনের আওতায় এনে কৃষককে মারাত্মক ক্ষতির হাত থেকে বাঁচানো যায়"।
এসময় উপস্থিত ছিলেন পুড়াপাড়া ইউনিয়ন কৃষি উপসহকারী রাজিয়া সুলতানা,কৃষি অফিস নগরকান্দা কর্মচারী ও আনসার সদস্যগন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat