মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জে কেন্দ্রীয় ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পৌর যুবদলের উদ্যোগে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আজাদ হোসেন খান, জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য, সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মানিকগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, আহবায়ক, জেলা মুক্তিযোদ্ধা দল, মানিকগঞ্জ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজিব হাসান খান, আহবায়ক, পৌর যুবদল, মানিকগঞ্জ।
এ সময় উপস্থিত ছিলেন —
মোঃ মোতাহার হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক, পৌর বিএনপি;
নাহিদ হাসান, সদর উপজেলা যুবদল, মানিকগঞ্জ;
মেহেদী হাসান, সভাপতি, ১নং ওয়ার্ড যুবদল, মানিকগঞ্জ;
মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন আহমদ;
মোঃ আবু ইউসুফ বাবু, সিনিয়র যুগ্ম আহবায়ক, পৌর তারেক পরিষদ;
মোঃ রবিউল আলম মুরাদ, যুগ্ম আহবায়ক, সদর উপজেলা তারেক পরিষদ;
এছাড়াও সাহিনুর হোসেন, বিপ্লব হোসেন, জসিম উদ্দিনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। তারা বলেন, বিএনপি শুধু রাজনীতি নয়, জনগণের জীবন ও পরিবেশ রক্ষায়ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে।
এ জাতীয় আরো খবর..