প্রণয় দাশগুপ্ত শিমুল, চট্টগ্রাম:
জমকালো নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী শ্যামা পূজা ও দীপাবলি উৎসব। সেই ধারাবাহিকতায় চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামের প্রতিকূল সংঘের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় শ্যামা পূজা উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা।
বুধবার (২২ অক্টোবর) রাত ১০টায় কালীমন্দির মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিকূল সংঘের সভাপতি সান্টু বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এম এ মন্নান।
প্রধান অতিথির বক্তব্যে ওসি লুৎফর রহমান বলেন,
“প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্ম আনন্দ ও শান্তির সঙ্গে পালন করবে—এটাই সৃষ্টিকর্তার বিধান। সনাতন ধর্মাবলম্বীরা নির্ভয়ে উৎসব পালন করতে পারবেন, পুলিশ প্রশাসন সব সময় নিরাপত্তার দায়িত্বে পাশে রয়েছে।”
তিনি আরও বলেন,
“বোয়ালখালীতে মাদক, সন্ত্রাস, চুরি ও ডাকাতি দমনে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এলাকার শান্তি রক্ষায় দিনরাত চব্বিশ ঘণ্টা পুলিশ মাঠে কাজ করছে। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সর্বদা প্রস্তুত।”
ওসি লুৎফর বলেন, “গত দুর্গাপূজায় বোয়ালখালী জুড়ে ১৬৭টি পূজামণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল। আমি নিজে বহু মণ্ডপ পরিদর্শন করেছি যেন সবাই নির্বিঘ্নে উৎসব পালন করতে পারে। থানার ওসির দরজা সব সময় বোয়ালখালীর জনগণের জন্য খোলা—যেকোনো প্রয়োজনে সরাসরি কল দিন বা থানায় চলে আসুন, আমি আপনাদের পাশে আছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
ধোরলা মুক্তি সংঘের সাধারণ সম্পাদক প্রণয় দাশগুপ্ত শিমুল,
প্রতিকূল সংঘের সাধারণ সম্পাদক জয়ন্ত ভট্টাচার্য,
কালাইয়ারহাট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. জাফর,
মাদল সেন, অজয় চৌধুরী (মুক্তি সংঘ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি),
প্রতিকূল সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি সৌরভ ভট্টাচার্য,
সুজন দাশ, বাবলা বিশ্বাস, ইমন সেন বাবু,
উপদেষ্টা নিতাই ঘোষসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাবু সুরজিৎ বিশ্বাস।
আলোচনা সভা শেষে অতিথিরা শ্যামা পূজার আলোকসজ্জা ও সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।
 
                       এ জাতীয় আরো খবর..