মোঃ রাফসান জানি, ভোলা:
বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড এবং পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে ভোলার তজুমদ্দিনে
ওয়ারেন্টভূক্ত ২ আসামি গ্রেফতার করা হয়।
বুধবার ( ২২ অক্টোবর) দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা এবং অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে দায়িত্বপ্রাপ্ত একালাসমূহে নিয়মিত অভিযান পরিচলনা করছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় অদ্য বুধবার ভোর ৫ ঘটিকায় ভোলার তজুমদ্দিন উপজেলার কাজিকান্দি গ্রামে সংঘবদ্ধ চোর চক্রের বিরুদ্ধে হুশিয়ারি স্বরূপ এবং ওয়ারেন্টভুক্ত অপরাধীদের গ্রেফতার এর নিমিত্তে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌ বাহিনী ।
উক্ত অভিযানে মোঃ রিয়াজ (৩৫) এবং মোঃ রাশেদ (২১) কে অপহরণ, মুক্তিপণ আদায়, প্রাণনাশের হুমকি এবং চুরি মামলায় আটক করা হয়।
এছাড়াও থানা সূত্রে জানা যায়, ইতিপূর্বে তজুমদ্দিন থানায় মোঃ রিয়াজ এবং মোঃ রাশেদ এর নামে একাধিক মামলা রয়েছে ।
পরবর্তীতে আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়।
এ জাতীয় আরো খবর..