×
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ২১ বার পঠিত
ফেনী ব্যুরোঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত এবং দেশের ঐক্য ফিরিয়ে আনতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাটোয়ারী।

ফেনী ব্যুরো অফিসে এক বিশেষ সাক্ষাৎকারে আনোয়ার পাটোয়ারী বলেন, দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এই মুহুর্তে দেশনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী হলে দল শক্তিশালী হবে পাশাপাশি দেশের মানুষের মাঝে শান্তি ফিরে আসবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও তিতিক্ষার মধ্য দিয়ে আজ দেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠনে পরিণত হয়েছে। বিএনপি সবসময় জনগণের স্বার্থে সঠিক নেতৃত্ব দিয়েছে এবং ভবিষ্যতেও জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাবে।

আনোয়ার আরো বলেন, বিএনপির মূল লক্ষ্য হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত গণতন্ত্রকে সুসংহত করা। তিনি বিশ্বাস প্রকাশ করেন, ছাত্র, যুবক, কৃষকসহ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি সামনের দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবে।

আমরা দলের প্রতিষ্ঠার এই দিনে অতীতের সব সংগ্রামের ইতিহাসকে স্মরণ করছি। আল্লাহর অশেষ রহমতে আমরা আবারও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সফল হবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat