×
  • প্রকাশিত : ২০২৫-১০-১৯
  • ২৭ বার পঠিত
গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মরহুম কামরুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর  এরশাদ নগর টি, ডি,এইচ সরকারি প্রাথমিক বিদ্যালয়েরমাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

চূড়ান্ত খেলায় মুখোমুখি হয় ফিট ব্যাক স্পোর্টং ক্লাব ও পূর্ণতা স্পোর্টিং ক্লাব। 

টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে উভয় দলের খেলোয়াড়দের দক্ষতা ও কৌশলপূর্ণ খেলা দর্শকদের মুগ্ধ করে। নির্ধারিত সময়ের খেলায় ফিট ব্যাক স্পোর্টং ক্লাব ১-০ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর ৬- আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও টঙ্গী পশ্চিম থানা বিএনপি'র আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন বেপারী । 

 এ সময় টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা (টিভি আনোয়ার) এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি'র সাবেক সভাপতি রাশেদুল ইসলাম কিরণ। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, ক্রীড়ানুরাগী ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধি।

খেলায় প্রধান অতিথি প্রভাষক বসির উদ্দিন বেপারী 
বলেন—“খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। মরহুম কামরুল ইসলামের স্মৃতি ধরে রাখতে এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের টুর্নামেন্ট অব্যাহত থাকুক।”

তিনি আরও বলেন, যুবসমাজের ইতিবাচক ভূমিকা সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সবাইকে খেলাধুলা ও সামাজিক কাজে সম্পৃক্ত হতে হবে।

খেলা দেখতে মাঠে হাজারো দর্শকের সমাগমে এলাকা পরিণত হয় উৎসবে। খেলাধুলার মাধ্যমে তরুণদের সঠিক পথে অনুপ্রাণিত করার এমন আয়োজনের প্রশংসা করেন উপস্থিত সবাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat