×
  • প্রকাশিত : ২০২৫-১০-১১
  • ৩৬ বার পঠিত
ইমরান হোসেন,গাজীপুর জেলা প্রতিনিধি ;


গাজীপুরের গাছা থানা এলাকায় স্বামীর ছুরিকাঘাতে এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটের দিকে শরীফপুর রোডে বাংলালিংক টাওয়ারের নিচে অবস্থিত জিহাদ ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার দোকানের সামনে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।নিহতের নাম মোসাঃ সোহেলা খাতুন (৪২)। তিনি শেরপুর জেলার নকলা থানার মমিলাকান্দা গ্রামের মিজানের মেয়ে এবং পেশায় গার্মেন্টস কর্মী। গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি, তবে হত্যাকারীকে আটকের জন্য অভিযান চলছে। প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত সোহেলা খাতুনের স্বামী মোঃ কালু শেখ (৪৫) পেশায় ভ্যানচালক। দাম্পত্য জীবনে প্রায়ই কলহ হতো তাদের মধ্যে। কয়েক দিন আগে স্ত্রী সোহেলা স্বামী কালু শেখকে তালাক দেন। এই তালাকের জের ধরেই শুক্রবার বিকেলে রাস্তায় একা পেয়ে কালু শেখ ছুরি দিয়ে সোহেলার গলায় আঘাত করেন এবং দ্রুত পালিয়ে যান। স্থানীয়রা আহত সোহেলাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাটি পারিবারিক কলহ থেকে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। হত্যাকারীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat