সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে ‘প্রোমোটিং ডায়াসপোরা ইনভেস্টমেন্ট অ্যান্ড অপটিমাল ইউজেস অব রেমিট্যান্স’ শীর্ষক প্রকল্পের নলেজ শেয়ারিং সেমিনার (Knowledge Sharing Seminar)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার মো. গোলাম সরোয়ার ভূঁইয়া, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। সেমিনারে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মুফিদুল আলম।
বক্তারা বলেন, প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সকে আরও উৎপাদনশীল ও টেকসই বিনিয়োগে রূপান্তর করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সেমিনারে সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্টেকহোল্ডার ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি আয়োজন করে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট (PMU), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং জেলা প্রশাসন, ময়মনসিংহ।