×
  • প্রকাশিত : ২০২৫-১১-০১
  • ৮ বার পঠিত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি,সালাউদ্দিন রানা:
৫৪তম জাতীয় সমবায় দিবস আজ। 'সাম্য ও সমতায়,দেশ গড়বো সমবায়' এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের ন্যায়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, সমবায়ী র‍্যালী ও আলোচনা সভা। আজ (০১ নভেম্বর) শনিবার সকাল ১০ টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনে মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। এর পর বিভিন্ন গ্রাম থেকে আসা সমবায়ীদের অংশগ্রহণে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালী শেষে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্হা ইসলামিক রিলিফ বাংলাদেশের সোহেল আহমেদ এর সঞ্চালনায় ও উপজেলা সমবায় কর্মকর্তা আকতার হোসেনের সভাপতিত্বে ও অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেন কোম্পানীগঞ্জ পেলোডার, সমবায় সমিতির সদস্য মোহাম্মদ রেজাউল ইসলাম,আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) পলাশ তালুকদার। বিশেষ অতিথি উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস শুকুর, উপজেলা কৃষির সম্প্রসারণ কর্মকর্তা বেলাল হোসেন, স্বাগত বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ  উপজেলা সমবায় কর্মকর্তা আক্তার হোসেন।আরও বক্তব্য রাখেন,কোম্পানীগঞ্জ জলবায়ু নারী সমবায় সমিতির সভানেত্রী নাসিমা আক্তার,কোম্পানীগঞ্জ বারকি শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, বিআরডিবি সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন আরিফ,ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রজেক্ট অফিসার আব্দুল হাই আরিফ, বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মী আবুল আলা সিদ্দিকী কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ এইচ শাহীন,কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সালাউদ্দিন রানা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আকবর রেদোয়ান মনা প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার সুমন,বরমছড়া (পাবসস) এর সাধারণ সম্পাদক আব্দুর রব,প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় সুশীল সমাজের লোকজন, সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার বলেন, সমবায় একটি প্রাচীন শব্দ সমবায়ের মাধ্যমে স্বনির্ভর জাতি গঠনে এক যুগে কাজ করা ও বাংলাদেশ কে এগিয়ে নেওয়ার জন্য সমবায়ীদের প্রতি আহ্বান জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat