×
  • প্রকাশিত : ২০২৫-০২-০৮
  • ১০৪ বার পঠিত

মামুন ্ ময়মনসিংহ 
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় ময়মনসিংহ মহাবিদ্যালয় ৫-১ গোলে আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও নগদ ৫০ হাজার টাকার পুরষ্কার হাতে তুলে দেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ, বিশেষ অতিথি ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোঃ মোস্তফা জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ ইউসুফ আলী, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মোঃ গোলাম মাসুম প্রধান। চ্যাম্পিয়ন ময়মনসিংহ মহাবিদ্যালয়ের খেলোয়াড় আসাদ , সাগর ১ টি করে ও জুয়েল ৩টি গোল করে এবং রানার্সআপ আলতাফ গোলন্দাজ ডিক্রি কলেজের মোক্তাদির ১টি গোল করে। ফাইনাল খেলায় ময়মনসিংহ মহাবিদ্যালয়ের সর্বোচ্চ গোলদাতা আরাফাত, ম্যান অব দ্যা ম্যাচ জুয়েল রানা ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট সাগর সরকার। টানটান উত্তেজনার মধ্য দিয়ে খেলাটি উপভোগ করতে মাঠের কানায় কানায় দর্শক ছিলো পরিপূর্ণ। এসময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আল- আমিন, দাপুনিয়া ডিকেজিএস ইউনাইটেড কলেজের অধ্যক্ষ মাসুদুল হাসান আরিফ, ময়মনসিংহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম সফিকুল হায়দর মুকুল, সহকারী অধ্যাপক সুমন্ত কুমার সাহা রায়, প্রভাষক মোঃ নাসির উদ্দিন, ক্রীড়া শিক্ষক শাহ মোঃ আব্দুল হান্নান, আলতাব গোলন্দাজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আতিকুর রহমান, অধ্যাপক জুয়েল রায় চৌধুরী, ক্রীড়া শিক্ষক আনোয়ার ইসলাম, ছাত্র সমন্বয়ক, টিমের খেলোয়াড়, কোচ, ম্যানেজার, ক্রীড়ামোদি ব্যক্তিবর্গ, দর্শকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ। গত ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সার্বিক তত্বাবধানে, বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহের বাস্তবায়নে বিভাগের ৪ টি জেলার চ্যাম্পিয়ন এবং রানার্সআপ মোট ৮টি দল অংশগ্রহণ করে। পরবর্তী এই দুটি দল ঢাকায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat