×
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ১১২ বার পঠিত
রাজধানীতে বিয়ের চার দিনের মাথায় স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী আত্মহত্যা করেছেন। মৃতের নাম নাসির বিশ্বাস (১৯)। মঙ্গলবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। মৃতকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা যায়, নাসির বিশ্বাস রাজধানীর খিলগাঁও নবীনবাগ এলাকার এক বস্তিতে থাকত। সে ময়লা পরিষ্কারের কাজ করত। তার বাবার নাম হারুন বিশ্বাস। তিনিও খিলগাঁও এলাকায় থাকেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, তিন বা চার দিন আগে সুমাইয়া নামে এক কিশোরীকে নাসির বিয়ে করে। ইতিমধ্যে নাসির জ্বরে আক্রান্ত হলে তার স্ত্রী রুটি বানিয়ে তাকে খাওয়ার জন্য ডাকলে সে তা খাবে না বলে জানায়। এ নিয়ে তাদের মধ্যে তর্কাতর্কি হয়।

পরে স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যাওয়ার কথা জানায়। তখন নাসির আত্মহত্যা করবে বলে জানায়। রাতে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। এরপর রাত ১২টা থেকে ১টার মধ্যে নাসির দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। রাত ১টার পর মৃতের বড় ভাই রাসেল বিশ্বাস কাজ শেষে বাসায় ফিরে রুমের দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করে।

কিন্তু কোনো সাড়াশব্দ না পেয়ে ফাঁক দিয়ে দেখতে পায় যে তার ভাই ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। 
সংবাদ পেয়ে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল হাসান স্বজনদের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। ভোর সাড়ে ৪টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat