মামুন ময়মনসিংহ প্রতিনিধি 
গত ২৬,জানুয়ারি রবিবার এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে টাউন হলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিএসসি,(উন মহাপরিচালক)
সেক্টর কমান্ডার,বডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, ময়মনসিংহ।
 বিশেষ অতিথি
 মো: ইউসুফ আলী (যুগ্ম সচিব)
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)
বিভাগীয় কমিশনারের কার্যালয়, ময়মনসিংহ,মোহাম্মদ ফজলে আহাদ কায়ছার অতিরিক্ত কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-১, কর অঞ্চল-ময়মনসিংহ,মোঃ আবুল কালাম আযাদ অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ)
বাংলাদশ পুলিশ, ময়মনসিংহ,
সভাপতিত্ব করছেন মোহাম্মাদ ছালাউদ্দিন রিপনযুগ্ম কমিশনার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটঢাকা (উত্তর), ঢাকা,
'আঞ্চলিক কমিটি, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর' ও অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
                       এ জাতীয় আরো খবর..