মোঃ মিজানুর রহমান সবুজ,ডিমলা প্রতিনিধি নীলফামারী
দেশকে ভালোবেসে দেশের জন্য কাজ করি,স্বপ্নের বাংলাদেশ গড়ি।এই স্লোগান সামনে রেখে  চার জানুয়ারী প্রবাসী কল্যান  সংঘের উদ্যােগে   ডোমার ডিমলা বিএনপির মনোনীত  এমপি পদ প্রার্থী ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এর নির্দেশে  নীলফামারীর ডিমলা উপজেলা পূর্ব  ছাতনাই উচ্চ বিদ্যালয় মাঠে  পিছিয়ে পড়া জনগোষ্ঠির  মাঝে ফ্রী চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম চলে।
এতে ডিমলা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় বিএনপির পক্ষে বক্তব্য রাখেন গোলাম রব্বানী প্রধান, মিজানুর রহমান সবুজ, রবিউল ইসলাম, স্বপন মিয়া সহ আরও অনেকে।চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন,ডাঃএম এ সুজন,ডাঃসঞ্জিব কুমার সিং ডাঃমোঃআতিকুজ্জামান সবুজ ডাঃজিয়াউর রহমান,উম্মে হাবিবা হেনা ও রাশিদুল ইসলাম রাশিদ। মেডিসিন বাথব্যাথা,ডায়াবেটিস,উচ্চ রক্ত চাপ মা -শিশু সহ বিভিন্ন প্রকার জটিল, কঠিন ও পুরাতন রোগের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
উপকার ভোগীরা বলেন  বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে  আমরা অনেক উপকৃত হয়েছি। 
সার্বিক সহযোগিতায়ঃ,ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন সমাজ উন্নয়ন ফাউন্ডেশন ডিমলা। 
আয়োজনে,প্রবাসী কল্যান সংঘ,ডিমলা, নিলফামারী
 
                       এ জাতীয় আরো খবর..