কয়রা(খুলনা)প্রতিনিধিঃ খুলনার কয়রা থানা পুলিশের  বিশেষ অভিযানে ৩৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা  হয়েছে। এ সময় একটি মোটরসাইকেল জব্দ  সহ ১ জনকে  আটক  করা হয়েছে।  আটককৃত ব্যাক্তি হলেন পাইকগাছা  উপজেলার কাশিমনগর  গ্রামের মৃত আমিন উদ্দীন মোড়লের পুত্র মোঃ ইকবাল মোড়ল (২৩)। 
যানাগেছে  শুক্রবার (৩ জানুয়ারী )  সকাল সাড়ে ৮ টার দিকে কালনা বাজারস্থ, কালনা আমিনিয়া কামিল  মাদ্রাসার পূর্ব পাশে  পাঁকা রাস্তার উপর  সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত  হরিণের মাংস পাচার করার গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানার এস আই প্রণয় মন্ডল ও তার সঙ্গীয় ফোর্স  অভিযান চালিয়ে হরিণের মাংস সহ তাকে আটক করা হয়।  
কয়রা থানার( ভারপ্রাপ্ত) কর্মকর্তা জি এম ইমদাদুল হক  বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। আটক ইকবাল মোড়লকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। 
 
                       এ জাতীয় আরো খবর..