×
  • প্রকাশিত : ২০২৪-১১-২৭
  • ১৬৩ বার পঠিত
পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় নিতপুর কুড়লবীলে কীটনাশক প্রয়োগ করে ৩ লক্ষাধীক টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাতে নিতপুর ইউনিয়নে শীতলি এলাকার ওই বীলে কীটনাশক প্রয়োগ করলে বীলের বিভিন্ন প্রজাতির মাছগুলি মরে যায়। বীলটি বাংলা ১৪৩০-১৪৩২সনের জন্য নিতপুর পশ্চিম দিয়াড়াপাড়া মৎসজীবী সমবায় সমিতির নামে লীজ নেয়া ছিল। সংশ্লিষ্ট সমিতির সভাপতি শরিফুল ইসলাম জানান, সরকারি মালিকানাধীন বীলটি কয়েক লক্ষ টাকা দিয়ে ৩ বছরের জন্য তাদের লীজ নেয়া ছিল। এতে প্রচুর পরিমানে বিভিন্ন প্রজাতির মাছ ছিল। দূর্বৃত্তরা ঐ বীলের পানিতে কীটনাশক প্রয়োগ করায় মাছগুলি রাতেই পানিতে ভেঁসে। সকালে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে শতশত লোকজন মাছ ধরছে বলে তিনি দেখতে পান। ফলে তাদের সমিতির কয়েক লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হলো বলে তিনি জানান। এবিষয়ে সহকারি কমিশনার (ভুমি) নাবিলা ফেরদৌসের সাথে কথা বললে তিনি সংশ্লিষ্ট ইউনিয়ন তহশীলদারকে ব্যবস্থা নেয়ার জন্য  বলেছেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat