×
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ৭১ বার পঠিত
রানা আহমেদ
 জেলা প্রতিনিধি 
ফ্যাসিবাদ ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটি গাইবান্ধার উদ্যোগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। গাইবান্ধায় জাতীয় নাগরিক কমিটি গঠনের দায়িত্ব পাওয়া নাজমুল হাসান সোহাগ ও মাহামুদ মোত্তাকিম মন্ডলের নির্দেশে এই কর্মসূচি পালিত হয়। এছাড়াও জাতীয় নাগরিক কমিটি সাদুল্লাপুর উপজেলা থেকেও সাদুল্লাপুর উপজেলা শহরের বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। 

দিবসটি পালন উপলক্ষে সোমবার সকালে জেলা শহরের ১ নম্বর ট্রাফিক মোড় থেকে একটি বিজয় শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি পৌরপার্কের বিজয়স্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে পৌরপার্কের গোলচত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটি গাইবান্ধা সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত রাশেদুল ইসলাম জুয়েল। 

বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির শুভাকাঙ্খী মাহমুদ নাছের, রোমেল সরকার, লিখন সরকার, ফিদা হাসান আহাদ, আবু তাহের সিজু, মাহমুদ মাফি, সাখাওয়াত হোসেন সগীর ও রওশন আলম পাপুল প্রমুখ। আলোচনা সভায় গাইবান্ধার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এবং সামনে জুলাই-আগষ্ট আন্দোলনের আকাঙ্খাকে ধারনা করে জনগণের পাশে থাকার কর্মসূচি গ্রহনের সিদ্ধান্ত হয়।

জাতীয় নাগরিক কমিটি গাইবান্ধা জেলার দায়িতপ্রাপ্ত নাজমুল হাসান সোহাগ বলেন, প্রথম ও দ্বিতীয় স্বাধীনতা তথা ১৯৭১ ও ২০২৪ সালে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন তাদের স্মৃতিকে চিরস্মরণীয় রাখতে হবে ও বিকল্পকে চিরজাগ্রত করতে হবে। আমরা দেশ ও জাতির আশা আকাঙ্খাকে এবং সংস্কার কাজ বাস্তবায়ন করেই সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্র্বর্তীকালীন সরকার ও দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat