মোঃ এমদাদুল হক 
স্টাফ রিপোর্টার
জামালপুর সদর উপজেলায় শাহবাজপুর ইউনিয়নে জেসমিন প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক  নারী নির্যাতন প্রতিরোধে ১৬দিন ব্যাপী প্রচারাভিযান ২০২৪ কৈডলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উদযাপন করা হয়।
 শাহবাজপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক  হাফিজুর রহমান এর সভাপতিত্বে  দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলার উপজেলার  উপজেলা নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকী। 
 বর্নাঢ্য র্যালী, লোকজ সংগীত, নাটিকা ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করা হয় এ দিবসটি।  এবারের প্রতিপাদ্যবিষয়  হলো " স্বামী স্ত্রী মিলে কাজ করি, সুখী সবল পরিবার গড়ি" "  এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান মো: মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক সোলাইমান কবির,শাহবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়, সূর্য তোরণ সমাজ সেবা সংস্থা'র নির্বাহী পরিচালক ও মানবাধিকার কর্মী মো: খোরশেদ আলম,  শাহবাজপুর ইউনিয়ন পরিষদের  প্রশাসনিক কর্মকর্তা- বদরুল হুদা, ইমাম মাওলানা মোঃ মুহাম্মদ আলী ,ইসলাম, জেন্ডার রিস্ক রিডাকশন এন্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার, মোছা: সাদেকা বেগম, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ,মনির হোসাইন ভূঁইয়া, কমিউনিকেশন স্পেশালিস্ট, কওনান মুরসালিন, সাব-ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর সুজিত চিসিম, জেসমিন প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক স্টিফেন অসীম রঞ্জন চ্যাটার্জী, ছাত্র ছাত্রী সহ উৎপাদক দলের সদস্য সদস্যাবৃন্দ ও এলাকাবাসী।
  পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে   অনুষ্ঠান শুরু করেন।  জেসমিন প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক স্টিফেন অসীম রঞ্জন চ্যাটার্জী বলেন, নারী শিশুর নির্যাতনের কুফল সম্পর্কে  বলেন "পরিবারে মা-মেয়ে-ছেলের বউ ভালো থাকলে সম্পুর্ণ পরিবার ভালো থাকবে।“পরিবারে নারি নির্যাতন  হলে শাম্তি বিনষ্ট  হয়, সন্তানের মানষিক বিকাশ বাধাগ্রস্ত হয়। তাই নির্যাতন  প্রতিরোধ প্রতিরোধ  প্রথমে পরিবার থেকে শুরু হয়ে সর্বত্র ছড়িয়ে  দিতে হবে। 
 প্রধান অতিথি জামালপুর সদর উপজেলা  নির্বাহী অফিসার জিন্নাত শহীদ পিংকী বলেন “আসুন আমরা প্রতিটি শিশুর জন্য সহিংসতা মুক্ত ভালবাসার পরিবারগরে তুলি  এবং পরিবারের প্রত্যেকটি  শিশুকে ডুন্ওদর ভাবে বেড়ে উঠার সুযোগ দিই, পাশাপাশি তিনি আরও  বলেন  সাথে সাথে আওয়াজ তুলে শপথ করান-আমরা নারীর প্রতি সহিংসতা করব না, তাদের প্রতি শ্রদ্ধাশীল হব ’’। 
এ সময় নারি নির্যাতন প্রতিরোধে সচেতনমূলক লোকজ সঙ্গিত পরিবেশনা করেন খাজা বাবা সত্য বাউল সংঘ। এছাড়া রেলী ও মানববন্ধনে এলাকাবাসীরা অংশগ্রহন করেন। অস্ট্রেলিয়া সরকারের সহায়তায়, অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রামের (ANCP) অর্থায়নে এবং ওয়ার্ল্ড ভিশন অস্ট্রেলিয়ার কারিগরী তত্ত্বাবধানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের জেসমিন প্রকল্পকে সাধুবাদ জানায় সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান প্রধান শিক্ষক, কৈডলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়। পরিশেষে সভাপতি সাহেব উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। শাহবাজপুর ইউনিয়নের গ্রাম পর্যায়ের উৎপাদক দলে এই প্রচারাভিযান সম্পর্কে সম্যক আলোচনা করা হয়েছে।
ইহা ছাড়াও নভেম্বর ২৫ তারিখে শুরু হয়েছে এই প্রচার অভিযান GESMIN প্রকল্পের বিভিন্ন উৎপাদক দলে জামালপুর সদর । প্রচার অভিযান শেষ হবে ১০ ডিসেম্বর ২০২৪।
 
                       এ জাতীয় আরো খবর..