×
  • প্রকাশিত : ২০২৪-১১-২৪
  • ৯৯ বার পঠিত
পরিতোষ বড়ুয়া, চট্টগ্রাম:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী মইজ্জারটেক মোড়ে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তারা মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন। রোববার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে কয়েকশ চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যা সাধারণ মানুষ ও রোগীদের জন্য চরম ভোগান্তির কারণ হয়।

ঘটনাস্থলের পরিস্থিতি সকাল সাড়ে ৮টা থেকেই ইসলামী ব্যাংকসহ তিনটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা সেখানে জড়ো হতে থাকেন। মানববন্ধনে চট্টগ্রাম বিভাগের পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া এবং কর্ণফুলী উপজেলার কর্মীরা অংশ নেন।

বাঁশখালী থেকে আসা ব্যাংক কর্মকর্তা মো. শাহেদুল ইসলাম বলেন, "আমরা চট্টগ্রামে জন্মগ্রহণ করেই কি পাপ করলাম? বিনা নোটিশে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে। অনেক কষ্ট করে এই চাকরি পেয়েছি, আর এখন পরিবার নিয়ে দিশেহারা।"

পটিয়া থেকে আসা কর্মকর্তা সাইদুল বলেন, "আমাদের তিন হাজার কর্মকর্তাকে একসঙ্গে চাকরিচ্যুত করা হয়েছে। এটি আমাদের তিন হাজার পরিবারের জন্য এক বিশাল আঘাত। আমি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চাকরিটা আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

পরিস্থিতি উত্তপ্ত ও যানজট মানববন্ধনের কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ক্ষুব্ধ পরিবহন চালকরা এ সময় বিক্ষোভকারীদের ওপর চড়াও হন এবং দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়।

পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপ ঘটনার পর কর্ণফুলী থানার ওসি মনির হোসেন এবং সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

ব্যাংক কর্তৃপক্ষের নিরবতা এস আলম গ্রুপের নিয়ন্ত্রিত তিনটি ব্যাংক থেকে সম্প্রতি প্রায় তিন হাজার কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ বা এস আলম গ্রুপ কোনো মন্তব্য করেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat