×
  • প্রকাশিত : ২০২৪-০৮-২৮
  • ৯৬ বার পঠিত
মনিরুজ্জামান মনির, শেরপুর:

শেরপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন নিয়ে শেরপুর জেলা বিএনপি থেকে একটি প্রতিবাদমূলক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সোমবার রাতে জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক মো. হজরত আলীর যৌথ স্বাক্ষরে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২১ আগস্ট শেরপুর প্রেসক্লাবের  কাকন রেজাকে সভাপতি ও মাসুদ হাসান বাদলকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে, যা বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে এই কমিটি গঠনের বিষয়ে জেলা বিএনপির নেতৃবৃন্দসহ আমরা কেউ অবগত ছিলাম না। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রেসক্লাবের কমিটি গঠন করতে হলে জেলার সব সাংবাদিকের সঙ্গে সমন্বয় করে একটি সুন্দর ও শক্তিশালী কমিটি গঠনের আহ্বান জানানো হয়।

শেরপুর প্রেসক্লাব সূত্রে জানা যায়, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর ২১ আগস্ট কিছু সাংবাদিক গোপন বৈঠক করে প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করেন, যা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়।

এই পরিস্থিতিতে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি জানানো হলে, তারা দ্রুত একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে দলের অবস্থান পরিষ্কার করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলী বলেন, “গণতান্ত্রিক উপায়ে শেরপুর প্রেসক্লাবের কমিটি গঠন না করে বিএনপির নাম ভাঙিয়ে এই কমিটি গঠন করা হয়েছে, যা দলের জন্য ক্ষতিকর। এ কারণেই আমরা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই অবৈধ কমিটির প্রতি আমাদের আপত্তি জানিয়েছি।”

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল বলেন, “প্রেসক্লাব নিয়ে দুই পক্ষের মামলা চলমান থাকা সত্ত্বেও বিএনপির নাম ভাঙিয়ে নতুন কমিটি গঠন আদালত অবমাননার শামিল। বিএনপির পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিটি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat