×
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৩
  • ৯৬ বার পঠিত
যুবরাজ, শেরপুর প্রতিনিধি: 
শেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। ২৩জুন (রবিবার) বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে শেরপুর সদর ১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু এর শুভ উদ্বোধন করেন।

এসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, মানিক দত্তের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর জেলা পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম- সেবা, জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, সদর উপজেলা নিবার্হী অফিসার,মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক ও মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

উদ্বোধনী ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা একাদশ বনাম নালিতা বাড়ী কলেজ একাদশ মুখোমুখি হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat