×
  • প্রকাশিত : ২০২৫-১১-০২
  • ৩০ বার পঠিত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

দেশের সীমান্ত নিরাপত্তা ও মাদক চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর মনতলা বিওপির সদস্যরা শনিবার (১ নভেম্বর) সকালে মাধবপুর উপজেলার তেমুনিয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩৭০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে।

আটককৃত যুবকের নাম মো. মোসাদ্দির (২২)। তিনি বুল্লা ইউনিয়নের উত্তর ররগ গ্রামের আব্দুল উসমানের ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি মোবাইল ফোনসহ মোট ১ লাখ ২৬ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, “বিজিবি দেশের সীমান্ত রক্ষায় নিরলসভাবে কাজ করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রতিটি অভিযান দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখছে।”

জব্দ করা ইয়াবা ও আটকৃত যুবককে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া, মাদক চোরাচালান চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। বিজিবি সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালানবিরোধী সামাজিক আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat