×
  • প্রকাশিত : ২০২৫-১০-৩০
  • ১১৪ বার পঠিত
মোঃ শিহাব উদ্দিন, পিরোজপুর প্রতিনিধি :

‎পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান, আল্লামা সাঈদীপুত্র মাসুদ সাঈদী বলেছেন, গণঅভ্যুত্থান কখনও নিছক একটি আন্দোলনের নাম নয়, এটি বাংলাদেশের জনগণের গভীর আকাঙ্ক্ষার প্রতিফলন। সেই আকাঙ্ক্ষা সুস্পষ্ট—দেশের মানুষ বিচার চায়, সংস্কার চায়, এবং চায় একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন। অন্যায়, দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে এই গণঅভ্যুত্থান হচ্ছে মানুষের ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম।
‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে পিরোজপুরের ২নং পত্তাশী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং পত্তাশী ইউনিয়ন শাখার আয়োজনে অনুষ্ঠিত ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎সভায় মসুদ সাঈদী বলেন, বাংলাদেশের মানুষ আজ বুঝে গেছে—শাসক পরিবর্তনই যথেষ্ট নয়; বাংলাদেশের উন্নয়নে এখন প্রয়োজন নীতির পরিবর্তন, গঠনমূলক সংস্কার এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে একটি জবাবদিহিমূলক কল্যানময় রাষ্ট্র প্রতিষ্ঠা। গণঅভ্যুত্থানের এই আহ্বান কোনো দলের নয়, এটি পুরো জাতির—যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠ একত্রিত হয়েছে ন্যায়বিচার, গণতন্ত্র ও সুশাসনের পক্ষে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের পক্ষে।
‎মাসুদ সাঈদী আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচন হবে বাংলাদেশকে গড়ার নির্বাচন, বাংলাদেশকে দূর্নীতিমুক্ত করার নির্বাচন, বাংলাদেশে ইনসাফ কায়েমের নির্বাচন, গনতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন। তাই দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, আল্লাহর দয়ায় আমরা যদি নির্বাচিত হওয়ার সুযোগ পাই, তবে ইনশাআল্লাহ আমরা পিরোজপুরে সরকারী ব্যবস্থাপনায় শিল্প কল-কারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ভেঙ্গে পড়া সড়ক ব্যাবস্থা উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন ও নদী ভাঙ্গন এলাকাসমূহকে চিহ্নিত করে টেকসই বাঁধের ব্যবস্থা করা হবে। শিক্ষা ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে আদর্শবান, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলা হবে। আমাদের লক্ষ্য শুধু ভোটে জয়ী হওয়া নয় — বরং আমাদের লক্ষ্য একটি ন্যায় ও ইনসাফভিত্তিক, স্বচ্ছ ও মানবিক বাংলাদেশ গঠন করা।
জামায়াতের পত্তাশী ইউনিয়ন আমীর হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল ফায়সালের সভাপতিত্বে ‎ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শেখ আব্দুর রাজ্জাক।

প্রতিনিধি সম্মেলনে আরো বক্তব্য রাখেন জিয়ানগর উপজেলা জামায়াতের সাবেক আমীর ‎মোঃ হাবিবুর রহমান, জিয়ানগর উপজেলা জামায়াতে আমীর ‎মাওলানা আলী হোসাইন, উপজেলা সেক্রেটারী মোঃ তৌহিদুর রহমান রাতুল, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা তাওহীদুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিয়ানগর উপজেলা সভাপতি মোঃ মামুন হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জিয়ানগর উপজেলা সভাপতি মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।
‎সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ভোটকেন্দ্র প্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat