×
  • প্রকাশিত : ২০২৫-১০-৩০
  • ২০ বার পঠিত
  • নভেম্বরে গণভোট দিয়ে জুলাই অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম সম্ভব - আলহাজ্ব শাহজাহান চৌধুরী


নুরুল কবির সাতকানিয়া  চট্টগ্রাম প্রতিনিধি  :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি জননেতা আলহাজ্ব শাহাজাহান চৌধুরী বলেছেন, নভেম্বরে গণভোট দিয়ে জুলাই অভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিলেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম সম্ভব। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত জনগণকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যেতে হবে।  সারাদেশে গণমানুষের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার উঠেছে। এ জোয়ার নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। 

চট্টগ্রাম-১৫ আসন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচন কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম-১৫ সংসদীয় আসন কমিটির পরিচালক ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত দায়িত্বশীল সমাবেশে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, নায়েবে আমীর ও আসন কমিটির সদস্য সচিব ড. হেলাল উদ্দীন মুহাম্মদ নোমান, মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী ফয়সাল মুহাম্মদ ইউনুছ, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস.এম. লুৎফর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আবুল আফীফ, মাওলানা আবুল ফয়েজ, মাওলানা কামাল উদ্দীন, নুরুল হক, আরিফুর রশীদ, আ.ক.ম ফরিদুল আলম, অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আসিফুল্লাহ মুহাম্মদ আরমান, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দীন, সাতকানিয়া পৌরসভার আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ, লোহাগাড়া উপজেলা নায়েবে আমীর অধ্যাপক আবু তাহের, সাতকানিয়া উপজেলা সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাঈন প্রমুখ।

প্রধান অতিথি আরও বলেন, হাজার হাজার শহীদের ত্যাগের বিনিময়ে পাওয়া স্বৈরাচারমুক্ত দেশকে এগিয়ে নিতে অন্তর্বতীকালীন সরকারকে জনগণের হয়ে কাজ করতে হবে। কোন দল বা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করলে জনগণ আপনাদের ক্ষমা করবে না। জামায়াতে ইসলামী ৫ দফা দাবি আদায়ে সোচ্চার। পিআর পদ্ধতিতে নির্বাচন হলেই জনগণের শাসন প্রতিষ্ঠা হবে। ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসরদের বিচার না করলে আগামী নির্বাচন নিয়ে তারা নতুনভাবে ষড়যন্ত্র করবে। প্রশাসনের প্রয়োজনীয় সংস্কার করা এবং জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের সহযোগী দলগুলো নিষিদ্ধ করেই যথাসময়ে নির্বাচন সম্পন্ন করতে হবে। অন্যথায় ফ্যাসিবাদ নতুনরূপে ফিরে আসবে। তাই এবিষয়ে সরকারকে আরও দায়িত্ববান হওয়ার আহবান জানাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক জাফর সাদেক বলেন, দেশে জুলাই অভ্যুথথানের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত হয়েছে ঠিকই, আগামী নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারলে, খুনীদের বিচার নিশ্চিত না করলে পুনরায় ফ্যাসিবাদ কায়েম হবে এতে কোন সন্দেহ নেই। তাই নভেম্বরে গণভোট দিয়ে জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়ার ব্যবস্থা করুন। অন্যথায় জামায়াতে ইসলামীর আন্দোলন আরও তীব্রতর হয়ে দাবি আদায় নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ। 

সভাপতির বক্তব্যে জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেন, জামায়াতের পাঁচ দফা দাবি আদায়ে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচীতে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করানোর জন্য নিয়মিত গণসংযোগের পাশাপাশি ব্যক্তিগত যোগাযোগ বৃদ্ধি করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat