×
  • প্রকাশিত : ২০২৫-১০-৩০
  • ২৬ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:


নওগাঁর বদলগাছীতে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বিভিন্ন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সরিষা বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় বদলগাছী উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান এর সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি কর্মকর্তা রানা পারভেজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল সরকার, উপজেলা সমাজসেবা অফিসার রাজীব আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম

প্রধান অতিথি ইশরাত জাহান ছনি বলেন,উপজেলা কৃষি অফিস কর্তৃক প্রদত্ত এই প্রণোদনা ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। কেউ যদি বিক্রি করে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান জানান, মোট ৪ হাজার কৃষক-কৃষাণীর মাঝে প্রণোদনা বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে ১ হাজার কৃষক-কৃষাণীর মাঝে সরিষা বীজ ও সার বিতরণ করা হয়েছে।

প্রতি কৃষককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি পটাশ (পটাশিয়াম) ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষকরা প্রণোদনা পেয়ে খুশি প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান উপজেলা প্রশাসন ও কৃষি অফিসকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat