×
  • প্রকাশিত : ২০২৫-১০-৩০
  • ২৮ বার পঠিত
সুজন রায়,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অসহায় ও দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০০ পরিবারের মাঝে ছাগলের খাদ্য বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ অফিস।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব সরকার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকারসহ প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।
প্রকল্প সূত্রে জানা যায়,“সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ–সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়” দুটি ইউনিয়নের ২০০ জন সুফলভোগীর প্রত্যেককে ২৫ কেজি করে ছাগলের খাদ্য প্রদান করা হয়েছে।এর আগে একই প্রকল্পের আওতায় গত ১৩ অক্টোবর ওই ২০০ জন সুফলভোগীর মাঝে ৪০০টি ছাগল (প্রতি জনে দুটি করে) বিতরণ করা হয়েছিল।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার বলেন,“অসহায় পরিবারগুলো যাতে প্রাপ্ত ছাগলগুলো সঠিকভাবে লালন-পালন করতে পারে এবং স্বনির্ভর হতে পারে, সে লক্ষ্যেই এই খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।”
সহায়তা পেয়ে সুফলভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান,“এই উদ্যোগ আমাদের জীবিকা নির্বাহে বড় সহায়তা দেবে। এর মাধ্যমে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারব।”
এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলো ধীরে ধীরে আর্থিকভাবে স্বনির্ভর ও টেকসই জীবিকা গঠনে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat