×
  • প্রকাশিত : ২০২৫-১০-২৮
  • ১৫ বার পঠিত

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর :



জামালপুরের বকশীগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে শোভাযাত্রাটি বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল হামিদ, পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি শাজাহান শাওন, মেরুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম পুলক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ মেহেদী, সদস্য সচিব তানজীর আহমেদ সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুর রহমান দুলাল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রহমত আলী, নিলাখিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ উদ্দিন, সাধুরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিতে সকল যুবদল কর্মীকে মাঠে নামার নির্দেশনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat