×
  • প্রকাশিত : ২০২৫-১০-২৭
  • ২০ বার পঠিত
স্টাফ রিপোর্টার (হাবিবুল্লাহ মীর)

​নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫ শতাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এই কর্মসূচির আওতায় রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, প্রয়োজনীয় ওষুধ, চশমা এবং অপারেশনের জন্য বাছাই করা হয়। ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ (তারাবো পৌর শাখা) এর ব্যবস্থাপনায় এবং ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউট ও হাসপাতালের সহযোগিতায় সোমবার (২৭ অক্টোবর) দিনব্যাপী এ বিশেষ সেবা প্রদান করা হয়।
​উপজেলার রূপসী ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই ক্যাম্পে রোগীদের চক্ষু পরীক্ষা, ছানি নির্ণয়সহ বিভিন্ন সেবা দেওয়া হয়। এ সময় গুরুতর রোগীদের বিনামূল্যে অপারেশন ও চক্ষু হাসপাতালে যাতায়াতের ব্যবস্থাও করা হয়।
​ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউটের মেডিকেল টিমের পক্ষে ডা. নজরুল ইসলাম রোগীদের চিকিৎসা প্রদান করেন।
​ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের তারাব পৌর শাখার সভাপতি খন্দকার আল-আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইসরাফিল হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট আয়নাল হক, ইসমাইল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
​ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি আল আমিন বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে দরিদ্র মানুষের চিকিৎসা খরচ বহন করা কঠিন। চোখের সমস্যায় ভোগা অনেক মানুষ টাকার অভাবে চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা চিন্তা করেই ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইন্সটিটিউটের সহযোগিতায় আমরা এই সেবা কার্যক্রম শুরু করেছি। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম চালিয়ে শত শত রোগীকে বিনামূল্যে সেবা দিয়েছি।
​তিনি আরও জানান, বিনামূল্যে অপারেশনের জন্য বেশ কয়েকজন রোগীকে বাছাই করা হয়েছে এবং পর্যায়ক্রমে এই মানবিক চক্ষু সেবা রূপগঞ্জের প্রতিটি পৌরসভা ও ইউনিয়নের জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat