×
  • প্রকাশিত : ২০২৫-১০-২৭
  • ২৯ বার পঠিত
সুজন রায়, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা মেস্তুরবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ফার্নিচার দোকান সহ তিনটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৭ অক্টোবর) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় ৩০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুভাষ চন্দ্র সূত্রধরের ফার্নিচার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের আরও তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। ভোররাতের নীরবতা ভেদ করে আগুনের শিখা আকাশ ছুঁইছুঁই করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্তরা হলেন- সুভাষ সূত্রধর, দুলাল সূত্রধর ও রুপম সূত্রধর। 
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় টানা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, তাদের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন আশপাশের আরও ঘরে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পেয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক সুভাষ সূত্রধর কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আজই কয়েকটি ফার্নিচারের অর্ডার ডেলিভারি দেওয়ার কথা ছিল। তিল তিল করে গড়া আমার জীবনের সম্বল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।”
এ ঘটনায় এলাকার মানুষ হতবাক হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ তোফাজ্জল হোসেন জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে সঠিক কারণ জানা যাবে।”এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের পক্ষ থেকে জরুরি সহায়তা চেয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat