×
  • প্রকাশিত : ২০২৫-১০-২৬
  • ৪৩ বার পঠিত

মাহাবুবুল ইসলাম আবির:

রাজধানীর উত্তরা থেকে ২৮৫ কেজি গাঁজাসহ এক মহিলা মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃতের নাম: ১। মোছাঃ রুবি আক্তার (২৬)।

শনিবার (২৫ অক্টোবর ২০২৫) দিবাগত রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রোডের পূর্ব পাশে বাটা শোরুমের সামনে পাকা রাস্তার উপর বিপুল পরিমান গাঁজাসহ কতিপয় মাদক ব্যবসায়ী বিক্রয়ের উদ্দেশ্যে গাড়ি সহ অবস্থান করছে । এ তথ্যের ভিত্তিতে, ওয়ারী ডিবি বিভাগের তিনটি দল দ্রুত ঢাকা-ময়মনসিংহ সড়কে অবস্থান নেয়।

রাত আনুমানিক ২:৪০ ঘটিকায় উক্ত স্থানে একটি প্রাইভেট কার ও একটি মাইক্রোবাসের কাছে রুবি আক্তার নামে এক মহিলাকে কালো ট্রাভেল ব্যাগ এবং প্লাস্টিকের বস্তা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেট কার ও মাইক্রোবাস দ্রুত পালিয়ে যায়। এ সময় রুবি আক্তার পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে এবং তার স্বামী হারুন সরকার (৩৪) সহ অজ্ঞাত ২/৩ জন পালিয়ে যায়। রুবি আক্তারের হাতে থাকা কালো ট্রাভেল ব্যাগ ও পাশে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে মোট ১৩২টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার পরিমাণ ২৮৫ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭১ লাখ ২৫ হাজার টাকা।

গ্রেফতারকৃত রুবি আক্তার একজন পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে এবং তার স্বামী হারুন সরকারসহ দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক ঢাকায় এনে রাজধানী ঢাকা সহ এর আশপাশের জেলায় বিক্রয় করত মর্মে স্বীকার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat