গোপাল দাস হৃদয়,সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সীগঞ্জের সিরাজদিখানে লিফলেট বিতরণ ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও কর্মীসভা করেছেন মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ।
সকাল সাড়ে ৯টার দিকে মালখানগর ইউনিয়নের তালতলা বাজারে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে মালখানগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে গোড়াপীপাড়া ঈদগাহ মাঠে কর্মী সম্মেলন ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিন বিকেলে মালখানগর চৌরাস্তা ও সন্ধ্যায় বয়রাগাদী ইউনিয়নের মৃধাবাড়ি গ্রামে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলী, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাত শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ মো. রাসেল, মালখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আক্তারুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ বলেন,তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি ন্যায়ের রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা। দেশের জনগণ আজ ন্যায়বিচার, গণতন্ত্র ও ভোটাধিকার থেকে বঞ্চিত। বিএনপি জনগণের অধিকার ফিরিয়ে আনতে সংগ্রাম করছে।
তিনি আরও বলেন,যে রাষ্ট্র কাঠামো দুর্নীতি, দমন–পীড়ন ও স্বৈরশাসনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, তা ভেঙে জনগণের রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।