×
  • প্রকাশিত : ২০২৫-১০-২৩
  • ৭৪ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের রাজধানী দিল্লির রোহিণীতে এনকাউন্টারে বিহারের ৪ "মোস্ট ওয়ান্টেড" গ্যাংস্টার নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) ভোর রাতে দিল্লির রোহিণী এলাকার বাহাদুর শাহ মার্গে এনকাউন্টার হয়। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা এবং বিহার পুলিশের যৌথ অভিযানে রঞ্জন পাঠক(২৫), বিমলেশ মাহাতো ওরফে বিমলেশ সাহনি (২৫), মণীশ পাঠক (৩৩) এবং আমন ঠাকুর (২১) নিহত হয়েছে। দীঘদিন ধরে ওই ৪ দুস্কৃতীকে খুঁজে বেড়াচ্ছিল বিহার ও দিল্লি পুলিশ। বিহার ও দিল্লিতে তাদের বিরুদ্ধে তোলাবাজি, খুন, অপহরণের বহু অভিযোগ ছিল। বিহার পুলিশ জানিয়েছে, রঞ্জন, বিমলেশ ও মণীশ বিহারের সীতামঢ়ির বাসিন্দা। আমনের বাড়ি দিল্লির কারাওয়াল নগরে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) ভোর রাতেই গুলিবিদ্ধ ৪ গ্যাংস্টারকে দিল্লির ডক্টর বিএসএ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার চিকিৎসকরা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। এই আভিযানে দুস্কৃতীদের সঙ্গে গুলির লড়াইয়ে ৩ পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। গ্যাংস্টারের দলে আর কারা যুক্ত ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat