×
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ২১ বার পঠিত
ফেনী প্রতিনিধি:

ফেনী জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আবুল কালাম আজাদ স্বপনের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে মহিপাল এলাকায় ফেনীর আবাসিক হোটেল ব্যবসায়ী গ্রুপের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি কিছু ভুয়া ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে স্বপনের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। বক্তারা এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ সময় বক্তারা আরো বলেন, শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় একজন নিবেদিত নেতা হিসেবে আবুল কালাম আজাদ স্বপনকে অপমান করার ষড়যন্ত্র সফল হবে না। সত্য উদঘাটনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

মানববন্ধনে ফেনীর বিভিন্ন পর্যায়ের শ্রমিক, হোটেল ব্যবসায়ী, স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়া একটি সামাজিক অনুষ্ঠানে একান্ত সাক্ষাৎকারে আবুল কালাম আজাদ স্বপন বলেন, “আমি শ্রমিকদের কল্যাণে সব সময় কাজ করেছি। কিছু কুচক্রী মহল আমার জনপ্রিয়তা নষ্ট করতে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে। ফেনীর মানুষ এসব অপপ্রচারে বিভ্রান্ত নয়। আমি বিশ্বাস করি সত্যের জয় হবেই। যারা এই অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “আমার অনুরোধ, কেউ যেন যাচাই-বাছাই না করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য না ছড়ায় । আমি সব সময় ফেনীর শ্রমিক ও সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকব।” 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat