মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর দারুন নাজাত কওমি মাদরাসা কর্তৃক আয়োজিত তাফসির মাহফিলকে কেন্দ্র করে দোকানদার ও হকারদের কাছ থেকে অনুমতি ছাড়া চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল ও যুবদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২০ অক্টোবর রাত ১০টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে মাহফিলে আগত দোকানদার ও হকারদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করা হয়। তবে মাহফিল কর্তৃপক্ষ, ম্যানেজিং কমিটি কিংবা স্থানীয় বণিক সমিতির কেউই এই চাঁদা তোলার সঙ্গে সম্পৃক্ত নন বলে জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগ অনুযায়ী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মামুন বিশ্বাস, যিনি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশাদ আলী বিশ্বাসের ছেলে, তার নেতৃত্বেই এ চাঁদা তোলা হয়। চাঁদাবাজির ঘটনায় যুবদল নেতা মেহেদীসহ আরও কয়েকজনের নাম উঠে এসেছে।
স্থানীয় শ্রমিক নেতা মামুন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মারুফ এবং কয়েকজন সাধারণ মুসল্লি চাঁদা তোলার প্রতিবাদ জানালে তাদের ওপর লাঞ্ছনা করা হয় বলে অভিযোগ রয়েছে।
প্রতিবাদকারীরা বলেন, “মাহফিলের নামে চাঁদাবাজি মেনে নেওয়া যায় না। আমরা চাই প্রশাসন দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিক।”
এদিকে চাঁদা তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয় মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।