×
  • প্রকাশিত : ২০২৫-১০-২১
  • ৪৪ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

দীপাবলির রাতে ভয়াবহ অগ্নিকান্ড নবি মুম্বইয়ের বহুতলে। গভীর রাতে এই অগ্নিকান্ডের জেরে ঘুমের মধ্যেই ঝলসে মৃত্যু হল ৪ জনের। পাশাপাশি আহত হয়েছেন আরও ১০ জন। সংবাদ সংস্থা সূত্রে প্রকাশ, সোমবার (২০ অক্টোবর ) রাত ১টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে ভারতের নবি মুম্বই টাউন শিপের ভাসি এলাকায়। দুঘটনার সময় বহুতলের বাসিন্দারা ঘুমোচ্ছিলেন। ফলে আগুন যে লেগেছে তা বুঝতেই দীঘ সময় পেরিয়ে যায়। ১৪ তলার ওই বহুতলে প্রথম আগুন লাগে ১০ তলায়, অল্প সময়ের মধ্যে তা ১১ ও ১২ তলায় ছড়িয়ে পড়ে। পুলিশ ও দমকলকে খবর দিতে দিতে পেরিয়ে যায় বহু সময়। দুঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ৪০ জন দমকল কমী ও পুলিশ বাহিনী। দীঘ চেষ্টার পর ভোর ৪টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষনে ঝলসে মৃত্যু হয়েছে ৪ জনের। পাশাপাশি আহত হয়েছে আরও ১০ জন। যদিও কীভাবে এই আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। তবে দীপাবলির রাতে এই দুঘটনা ঘটার প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে আতশবাজি থেকেই এই অগ্নিকান্ড। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। জানা গেছে, দুঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন ২ মহিলা, ১জন পুরুষ এবং একটি ৬ বছরের শিশু কন্যা রয়েছে। দুঘটনার জেরে আহত ১০ জনকে ভতি করা হয়েছে হাসপাতালে। মর্মান্তিক দুঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat