মোঃ নাজমুল হুদা, বান্দরবানঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় রাজস্ব খাতের আওতায় ৭ (সাত) দিন মেয়াদী গরু মোটা তাজাকরণ ও পোশাক তৈরি বিষয়ক ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার  (১৯ অক্টোবর ) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষের ৪র্থ তলায় পৃথক পৃথক পুরুষ ও নারী প্রশিক্ষনার্থীদের নিয়ে নাইক্ষ্যংছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে,মোঃ মাহবুব ইলাহি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা  নাইক্ষ্যংছড়ি এর সভাপতিত্বে নাইক্ষ্যংছড়ি উপজেলায় রাজস্ব খাতের আওতায় ৭(সাত) দিন মেয়াদী গরু মোটাতাজাকরণ ও পোষাক তৈরি বিষয়ক ভ্রাম্যমান প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধনের অনুষ্ঠান অনুষ্ঠিত করেন ইউএনও। 
উল্লেখ্য যে, উক্ত প্রশিক্ষণে পৃথক পৃথক ভাবে ৩০(ত্রিশ) জন পুরুষ ও ৩০(ত্রিশ) জন নারীসহ মোট ৬০(ষাট) জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।
এছাড়াও উক্ত প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নাইক্ষ্যংছড়ি মোঃ শাহাবুদ্দিন,সেলাই ইনস্ট্রাকটর ফাহিমা পারভিন প্রমূখ।
 
                       এ জাতীয় আরো খবর..