×
  • প্রকাশিত : ২০২৫-১০-১৮
  • ৩৯ বার পঠিত
এইচ.এম.সবুজ, চকরিয়া উপজেলা প্রতিনিধি:

চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের বিমানবন্দর পাড়া জামে মসজিদের পাশে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টায় আয়োজন করা হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি।

চকরিয়া ইসলামী তরুণ কাফেলার উদ্যোগে এবং মানব কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় দেড় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং বি
নামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাংবাদিক এইচ এম রুহুল কাদের, সভাপতি সায়েদ হাসান এবং সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা হিজবুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন চকরিয়া ইসলামী তরুণ কাফেলার সভাপতি রহমত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ শেফায়েত হোসেন, সাবেক সভাপতি শহিদুল ইসলাম শহিদ, সহ-সভাপতি মোহাম্মদ রুমান ও অফিস সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম।

নেতৃবৃন্দ বলেন, “রক্তের গ্রুপ জানা প্রতিটি মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কারণ, জরুরি মুহূর্তে দ্রুত রক্তের ব্যবস্থা করতে রক্তের গ্রুপ জানা থাকাটা জীবন বাঁচাতে সহায়ক হতে পারে।”

তারা আরও বলেন, “যুব সমাজ যদি মানবতার কল্যাণে এভাবে এগিয়ে আসে, তবে রক্তের অভাবে কোনো প্রাণ আর ঝরে পড়বে না।”

এই ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat