ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ ক্রিকেটে এখন চলছে ভয়াবহ অস্থিরতা! আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের পর দেশের কোটি ভক্তের মুখে একটাই দাবি—
“মুশফিকুর রহিমকে ফিরিয়ে আনুন!”
অভিজ্ঞতা, ঠান্ডা মাথা আর দায়িত্ব—এই তিন গুণের মিশেল ছিলেন মুশফিক। এমন সংকটে তাঁর মতো খেলোয়াড়ের অভাবটা এখন তীব্রভাবে টের পাচ্ছে দল ও সমর্থকরা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে:
ভক্তরা বলছেন, “মুশফিকই পারে ড্রেসিংরুমে নতুন প্রাণ ফিরিয়ে আনতে। তার উপস্থিতিই দলের ভরসা।”
আরও অনেকে মন্তব্য করছেন, “আর কোনো পরীক্ষা নয়! মুশফিক না ফিরলে বিশ্বকাপের স্বপ্ন এখানেই শেষ।”
বোর্ডের ভেতরেও নাকি চলছে আলোচনা, অভিজ্ঞ এই ব্যাটারকে বিশেষ অনুরোধ জানিয়ে অবসর ভাঙানোর চিন্তাভাবনা।
এখন পুরো দেশের চোখ এক জায়গায়—মুশফিক কি ফিরবেন? নাকি বাংলাদেশ আরও একবার অভিজ্ঞতার অভাবে ভুগবে?
ভক্তদের কান্না মিশে গেছে এই আহ্বানে— “মুশফিক ভাই, ফিরুন! দেশের দরকার আপনাকে!”