জামালপুর  স্টাফ রিপোর্টার,মোঃ এমদাদুল হক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়  টাকার অভাবে বিনা চিকিৎসায় মৃত্ত্যুবরন করলো ব্লাড ক্যান্সারে আক্রান্ত কিশোর মাহফুজ
জানা যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া ঠনঠনিয়া পাড়া এলাকার ১৩ বছর বয়সী এক কিশোর মাহফুজ  ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে রোগের সাথে   পাঞ্জা  লড়ে  অবশেষে হেরে গেলেন জীবনযুদ্ধে। দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই কিশোর অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেল
 স্থানীয় সুত্রে জানা  যায়, মাহফুজ স্থানীয় বেসরকারি শ্যামল ছায়া মডেল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রায় এক বছর আগে তার ব্লাড ক্যান্সার ধরা পড়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা ছেলের চিকিৎসার জন্য  যথা সাধ্য চেষ্টা  করেছেন । ছেলের চিকিৎসার জন্য  প্রায় ২৫ লাখ টাকা ব্যয় করেও  কোনো উন্নতি দেখা যায়নি,।এর ঐ বাবার তার ছেলেকে বাঁচানোর আর কোনো উপায় ছিল না কারন ইতি মধ্যে  তিনি ছেলের চিকিৎসার জন্য সব হারিয়ে ফেলেছেন। এমন অবস্থায়  তখন চিকিৎসা বন্ধ হয়ে যায়।চিকিৎসা বন্ধ হওয়ার পর ধীরে ধীরে মাহফুজের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। সম্প্রতি তার চোখের আলোও নিভে যায়। অবশেষে গতরাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাহীন অবস্থায় পৃথিবীর মায়া ত্যাগ করে এই কিশোর পরপারে চলে যায়। অভিভাবকদের মন্তব্য  তার এই পৃথিবীতে বেঁচে থাকার সাধ ছিল কিন্তু সম্ভব  হলো না। নিষ্ঠুর ক্যান্সার তাকে এই পৃথিবীতে থাকতে দিলনা।
এমন একটি রাষ্ট্র কবে  হবে যেখানে অর্থ না থাকলেও কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না?”
 
                       এ জাতীয় আরো খবর..