×
  • প্রকাশিত : ২০২৫-১০-১৩
  • ২৭ বার পঠিত

মো: রিয়াজ , স্টাফ রিপোর্টার, শেরপুর ;

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসেবে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে পি আর পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ ৫ দফা গণদাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

১২ অক্টোবর রবিবার সকালে জেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের সজবরখিলা থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

 পরে সেখানে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর সদর- ১ আসনের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, নকলা-নালিতাবাড়ী ২ আসনের এমপি মু.গোলাম কিবরিয়া, শ্রীবরদী-ঝিনাইগাতী ৩ আসনের এমপি প্রার্থী মাওলানা নুরুজ্জামান বাদালসহ  প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল, পৌর শহর জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন, সেক্রেটারি ডা.হাসানুজ্জামান, সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ আরো অনেকে।

জামায়াতের ৫ দফা গণদাবী সমূহ হলো: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে  পিআর পদ্ধতি চালু করা, অবাদ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,

 ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

পরে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এর নিকট স্মারকলিপি পেশ করেন জামায়াতের  নেতাকর্মীরা।



নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat