×
  • প্রকাশিত : ২০২৫-১০-০৯
  • ৫৫ বার পঠিত

জনি হোসেন, স্টাফ রিপোর্টার ;


 নীলফামারীতে বিশ্বডাক দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নীলফামারী প্রধান ডাকঘরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘জনগণের জন্য ডাক-‘স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান ডাকঘরের হেড পোস্টমাস্টার মোঃ শামসুজ্জোহা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সঞ্চয় কার্যালয়ের সহকারী পরিচালক একরামুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কার্যালয়ের সঞ্চয় কর্মকর্তা শাহিদ হাসান, পোস্ট অফিস পরিদর্শক ফজলুল হক, শহর পরিদর্শক নির্মল রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী পোস্টমাস্টার লেবু চন্দ্র রায়। 

প্রধান ডাকঘরের হেড পোস্টমাস্টার মোঃ শামসুজ্জোহা জানান, সঞ্চয় ব্যাংক, ডাক জীবন বীমা, বিদেশে পার্সেল পরিবহণ সার্ভিস, ই-কমার্স, মোবাইল মানি অর্ডার কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি নির্ভর নানা সেবা নিয়ে ডাক বিভাগের আওতা বাড়ছে দ্রুত। এছাড়াও ব্যক্তির ঠিকানা যাচাই করণের কাজ করবে ডাক বিভাগ।  এরআগে চৌরঙ্গি মোড়স্থ প্রধান ডাকঘর থেকে একটি র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat