শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি ;
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিত এখন পুরোপুরি নির্বাচনী মাঠে সক্রিয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘গ্রিন সিগন্যাল’ পাওয়ার পর থেকেই তিনি ব্যাপক গণসংযোগ ও প্রচারণায় নেমেছেন।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ড. এম এ মুহিত। তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ, সংগঠন পুনর্গঠন ও নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তিনি দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন।
সম্প্রতি শাহজাদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা পরিচালনা করছেন তিনি। এসব কর্মসূচিতে তিনি দলের ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কারের রূপরেখা এবং তারেক রহমানের নেতৃত্বে দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরছেন।
নিজের রাজনৈতিক সক্রিয়তা প্রসঙ্গে প্রফেসর ড. এম এ মুহিত বলেন, “ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের আস্থা ও নির্দেশনা আমার জন্য বিশাল অনুপ্রেরণা। আমি বিশ্বাস করি, জনগণ পরিবর্তন চায়, ন্যায় ও গণতন্ত্র চায়। শাহজাদপুরের মানুষ বিএনপির পাশে আছে—তাদের এই ভালোবাসাই আমার মূল শক্তি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে জয় ছিনিয়ে আনব।”
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. ইউনুছ আলী বলেন, “প্রফেসর ড. এম এ মুহিত শুধু একজন নেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণা। তাঁর নেতৃত্বে শাহজাদপুরে বিএনপি ও ছাত্রদল নতুন উদ্যমে কাজ করছে। তিনি তরুণ প্রজন্মকে মূল্য দেন, সবসময় পাশে থাকেন। তারেক রহমান সাহেবের ‘গ্রিন সিগন্যাল’ পাওয়ার পর থেকে শাহজাদপুরের প্রতিটি গ্রামে নতুন আশার সঞ্চার হয়েছে। আমরা বিশ্বাস করি, ড. মুহিতের নেতৃত্বেই শাহজাদপুরে গণতন্ত্র ও জনগণের বিজয় নিশ্চিত হবে।”
 
                       এ জাতীয় আরো খবর..