- প্রকাশিত : ২০২৫-১০-০৮
- ২৭ বার পঠিত 
 
 
 
 
    স্টাফ রিপোর্টার (হাবিবুল্লাহ মীর)
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলিংয়ের মাধ্যমে এক স্কুলছাত্রীর কাছ থেকে তার মায়ের স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে রাতুল তালুকদার (২৬) নামে এক প্রতারককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। মুড়াপাড়া সরকারি কলেজের মাঠ থেকে প্রতারণা করে স্বর্ণালংকার নেওয়ার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জ উপজেলার শামসুল হক খান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে সম্পর্ক তৈরি করে প্রতারক রাতুল তালুকদার। অত্যন্ত সুকৌশলে সে মেয়েটির ব্যবহৃত মোবাইল ফোনটি হ্যাক করে ব্যক্তিগত তথ্য ও ছবির নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই শুরু হয় ব্ল্যাকমেইল। প্রতারক রাতুল মেয়েটির ছবি ব্যবহার করে আপত্তিকর ও অশ্লীল ছবি তৈরি করে। এরপর সে ওই ছবিগুলো ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে। এই হুমকির মুখে মেয়েটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।
শিক্ষার্থী তার সম্মান ও ইজ্জত রক্ষার্থে পরিবারকে ঘটনাটি জানাতে সাহস পায়নি। প্রতারকের দাবিকৃত অর্থ বা মূল্যবান সামগ্রী জোগাড়ের জন্য সে তার মায়ের স্বর্ণালংকার গোপনে নিয়ে আসে।
শনিবার (৭ অক্টোবর) দুপুরে প্রতারক রাতুল তালুকদার স্বর্ণালংকারগুলো গ্রহণের জন্য শিক্ষার্থীকে মুড়াপাড়া সরকারি কলেজের মাঠে আসতে বলে। মেয়েটি যখন প্রতারকের হাতে স্বর্ণালংকার তুলে দিচ্ছিল, তখন তাদের আচরণ ও গোপনীয়তায় স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মেয়েটি তার ওপর ঘটে যাওয়া সাইবার ব্ল্যাকমেইলিং ও প্রতারণার বিস্তারিত ঘটনা খুলে বলে।
ঘটনা জানার পরপরই উত্তেজিত জনতা প্রতারক রাতুল তালুকদারকে আটক করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রূপগঞ্জ থানা পুলিশ। জনতা আটককৃত প্রতারককে পুলিশের হাতে তুলে দেয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাতুল তালুকদার স্বীকার করেছে যে সে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তার মোবাইল ফোনটি জব্দ করে তল্লাশি করা হয় এবং সেখান থেকে একাধিক ভুক্তভোগী মেয়ের অশ্লীল ও আপত্তিকর ছবি এবং ভিডিও উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, এই চক্রটি ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজ-সরল মেয়েদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে প্রথমে তাদের তথ্য চুরি করে এবং পরে পর্নোগ্রাফি ব্যবহার করে ব্ল্যাকমেইল করে আসছিল।
ভুক্তভোগী শিক্ষার্থীর পক্ষ থেকে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত রাতুল তালুকদারকে আইনি প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। ওসি তরিকুল ইসলাম বলেন, এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
          
          
    
নিউজটি শেয়ার করুন
 
          
                  
                    
                       এ জাতীয় আরো খবর..