“একদিন তুমি পৃথিবী গড়েছো আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমায় রাখবো আগলে” - এই প্রতিপাদ্যে বান্দরবানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর, ২০২৫) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের, আয়োজনে “১ অক্টোবর ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস” উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মুখ হতে একটি র্যালির আয়োজন করা হয়। উক্ত র্যালিতে সর্বস্তরের প্রবীণগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও সরকারি -বেসরকারি দপ্তরের কর্মকর্তা -কর্মচারীরা অংশ নেন।
র্যালী পরবর্তী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে একটি হেলথ ক্যাম্প স্থাপন করা হয়। উক্ত হেলথ ক্যাম্প এর শুভ উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।
স্থাপিত হেলথ ক্যাম্পে আগত প্রবীণগণকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।