×
  • প্রকাশিত : ২০২৫-১০-০৭
  • ২৮ বার পঠিত

বিলাইছড়ি, রাঙামাটি  ;


 বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ (০৬ অক্টোবর ২০২৫) বিলাইছড়ি উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। উপজেলার ৬১টি বৌদ্ধ বিহারে দিনব্যাপী আয়োজনে বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী অংশ নেন।


​সকাল ৭টা ৩০ মিনিট থেকে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনের শুরুতে প্রতিটি বিহারে বিশেষ সূত্রপাঠের মধ্য দিয়ে বিশ্বশান্তি ও কল্যাণ কামনায় ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়।

​এরপর সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে দিনের প্রধান ধর্মীয় কর্মসূচি। এই সময়সূচিতে পুণ্যার্থীরা বিহারগুলোতে বুদ্ধ পূজাসংঘ দান ও মূর্তি দান-এর মতো পবিত্র দানকার্য সম্পন্ন করেন। বেলা ১২টার মধ্যে দিনের প্রথমভাগের সকল কার্যসূচি সুসম্পন্ন হয়।


​জানা যায়, দুপুর ২টার দিকে স্ব-স্ব বিহারে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সভায় বিহারের ভিক্ষুসংঘের উপস্থিতিতে বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় দায়ক-দায়ীকাদের সমন্বয়ে প্রবারণা পূর্ণিমার তাৎপর্য ও আদর্শিক দিকগুলো তুলে ধরা হবে। এই প্রবারণা পূর্ণিমা মূলত বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী বর্ষাব্রত সমাপ্তি এবং আত্মশুদ্ধির প্রতীক।


​দিনের শেষে সন্ধ্যায় এই উৎসবের অন্যতম আকর্ষণীয় পর্ব অনুষ্ঠিত হবে। কয়েকটি বিহারে বাতি প্রজ্বলন ও আকাশে ফানুস উত্তোলনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপনের পরিসমাপ্তি ঘটবে। প্রতি বছরের মতো এবারও আকাশে উড়ানো রঙিন ফানুসগুলো বিলাইছড়ির প্রাকৃতিক পরিবেশে এক শান্তিময় ও নয়নাভিরাম দৃশ্যের সৃষ্টি করবে।

​এই উৎসবের মাধ্যমে একদিকে যেমন ধর্মীয় আচার পালিত হয়, তেমনি এটি পাহাড়ি জনপদে শান্তি ও মৈত্রীর এক উজ্জ্বল বার্তা বহন করে আনে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat