বিলাইছড়ি, রাঙামাটি ;
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ (০৬ অক্টোবর ২০২৫) বিলাইছড়ি উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। উপজেলার ৬১টি বৌদ্ধ বিহারে দিনব্যাপী আয়োজনে বিপুল সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী অংশ নেন।
সকাল ৭টা ৩০ মিনিট থেকে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনের শুরুতে প্রতিটি বিহারে বিশেষ সূত্রপাঠের মধ্য দিয়ে বিশ্বশান্তি ও কল্যাণ কামনায় ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে দিনের প্রধান ধর্মীয় কর্মসূচি। এই সময়সূচিতে পুণ্যার্থীরা বিহারগুলোতে বুদ্ধ পূজা, সংঘ দান ও মূর্তি দান-এর মতো পবিত্র দানকার্য সম্পন্ন করেন। বেলা ১২টার মধ্যে দিনের প্রথমভাগের সকল কার্যসূচি সুসম্পন্ন হয়।
জানা যায়, দুপুর ২টার দিকে স্ব-স্ব বিহারে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সভায় বিহারের ভিক্ষুসংঘের উপস্থিতিতে বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় দায়ক-দায়ীকাদের সমন্বয়ে প্রবারণা পূর্ণিমার তাৎপর্য ও আদর্শিক দিকগুলো তুলে ধরা হবে। এই প্রবারণা পূর্ণিমা মূলত বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী বর্ষাব্রত সমাপ্তি এবং আত্মশুদ্ধির প্রতীক।
দিনের শেষে সন্ধ্যায় এই উৎসবের অন্যতম আকর্ষণীয় পর্ব অনুষ্ঠিত হবে। কয়েকটি বিহারে বাতি প্রজ্বলন ও আকাশে ফানুস উত্তোলনের মধ্য দিয়ে প্রবারণা পূর্ণিমা উদযাপনের পরিসমাপ্তি ঘটবে। প্রতি বছরের মতো এবারও আকাশে উড়ানো রঙিন ফানুসগুলো বিলাইছড়ির প্রাকৃতিক পরিবেশে এক শান্তিময় ও নয়নাভিরাম দৃশ্যের সৃষ্টি করবে।
এই উৎসবের মাধ্যমে একদিকে যেমন ধর্মীয় আচার পালিত হয়, তেমনি এটি পাহাড়ি জনপদে শান্তি ও মৈত্রীর এক উজ্জ্বল বার্তা বহন করে আনে।