বিএম সজিব
 দৈনিক সোনালী কন্ঠ
শরীয়তপুরের সখিপুর থানার বাসিন্দা টিটু সরদারের শিশুকন্যা তায়বাকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজ সকাল ১০টায় সখিপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে এবং তায়বার হত্যাকারীকে দ্রুত শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় পেশাজীবী, সাংবাদিক, ব্যবসায়ী এবং সাধারণ এলাকাবাসী অংশ নেন। অংশগ্রহণকারীরা তায়বা হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
আন্দোলন কারীরা বলেন তায়বার মতো একটি নিষ্পাপ শিশুকে এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে হত্যাকারীকে খুঁজে বের করে আইনের আওতায় আনার এবং জনসম্মুখে ফাঁসি কার্যকর করার জোর দাবি জানান, যাতে ভবিষ্যতে এমন জঘন্য অপরাধ করার সাহস কেউ না পায়।
 
                       এ জাতীয় আরো খবর..