×
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ৩০ বার পঠিত
এম মোহাম্মদ ওমর। শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

শরনখোলা উপজেলার ৪টি ইউনিয়নের জনমনে আতঙ্কের সৃষ্টি, রাত হলে জনসাধারণের ঘুম কেড়ে নিচ্ছে চোর চক্র স্থানীয় জনগণ রাতে না ঘুমিয়ে রাত পার করছেন চোরের আতঙ্কে । প্রতিনিয়ত হচ্ছে চুরি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে।

বাগেরহাটের শরণখোলা উপজেলার ৪নং সাউথখালি ইউনিয়নের ২নং ওয়ার্ডের বকুলতলা এলাকায় প্রবাসী মোঃ ইমরান হাং (পিতা) মোঃ ইয়াকুব আলীর বাড়িতে দুর্ধর্ষ চুরি"(২৪ ফেব্রুয়ারি) সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।


খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় (২৫ ফেব্রুয়ারি ) সকালে শরণখোলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন গৃহকর্তা মোহাম্মদ ইয়াকুব আলী হাং ও প্রবাসী মোঃ ইমরান হাং

সরজমিনে গিয়ে দেখা মিলে দুর্ধষ চুরির ঘটনা এ সকল চুরির পথ অবলম্বন কিছুটা হিন্দি সিরিয়ালের ফিল্ম স্টাইলে,চোর চক্র দির্ঘ দিন ধরে নজরদারিতে রাখার পর সুযোগ বুঝে রাতের বেলায় চুরি করে।

 স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত আনুমানিক ৯ টার দিকে বসত বাড়ির কাঠের ঘরের জানালা ভেঙ্গে চোরের দল বাড়ির ভিতরে প্রবেশ করে বিভিন্ন কক্ষে আসবাবপত্র ভাংচুর ও তছনছ করে লুটপাট চালায়। চোরের দল বাড়িতে থাকা ৬ ভরি স্বর্ণালংকার, ২লাখ ৩০ হাজার টাকানিয়ে যায়।

গৃহকর্তা ইয়াকুব আলী জানিয়েছেন- তিনি এলাকার একটি মাদ্রাসার ফাহফিলে ছিলেন । এছাড়া স্ত্রী আকলিমা বেগম পাশের শহিদুল ইসলামের বাড়িতে গিয়েছিলেন। এ সুযোগে চোরের দল পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা সংগঠিত করেছে।

প্রবাসী ইমরান- দৈনিক সোনালী কন্ঠ পত্রিকা প্রতিনিধি এম মোহাম্মদ ওমর কে আরও জানান চোরের দল বাড়ির সব কিছুই লুট করে নিয়েছে। এতে তার পরিবারের ভিতরে আতংক বিরাজ করছে। এ চুরির ঘটনায় স্থানীয় বখাটে, সন্ত্রাসীরা জড়িত থাকতে পারে। সাম্প্রতিক সময়ে ওই এলাকায় বিভিন্ন বাড়িতে একের পর এক চুরির ঘটনা সংগঠিত হচ্ছে। এ কারণে এলাকার লোকজন আতংকে রয়েছেন।

রাত গভীর হলেই চোর চক্রগুলো নেমে পড়ে চুরির উদ্দেশ্যে। নির্জন যেসব বসতি আছে সেসব বসতিতে চুরি ক্রমাগত বেড়েই চলছে। এসব চোর চক্র রাতের বেলায় চুরি করতে গিয়ে, যে সকল বাড়িতে পুরুষ বিহীন ফ্যামিলি থাকেন সেখানে ধর্ষণের চেষ্টা করেন। স্থানীয় জনগণ উপজেলা প্রশাসনের বাংলাদেশ সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছেন।

  চোর চক্রের বিরুদ্ধে কঠিন ও কঠোর পদক্ষেপ নেওয়া এবং রাতের বেলায় জনগণের নিরাপত্তার স্বার্থে টহলের জন্য উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে অনুরোধ করছেন।


বুধবার ঘটনাস্থলে যান শরণখোলা থানার উপ পরিদর্শক (এসআই) জাহিদ । তিনি জানিয়েছেন- চোরের দল ওই বাড়ি থেকে বেশ কিছু মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় কারো সম্পৃক্ততার বিষয়ে জানা গেলে তথ্য দেওয়ার জন্যও তিনি সবাইকে অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat