×
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ৪২ বার পঠিত
ফেনী জেলা প্রতিনিধিঃ 

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

ফেনীর পরশুরামে বাবাকে গরম তেল ছুঁড়ে ঝলসে দিয়েছে ১৩ বছরের এক কিশোরী নিহা। শুক্রবার দুপুরে পৌরসভার বাসপদুয়ার পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
এর আগে গত বছরের ৬ ফেব্রুয়ারি পরশুরাম পৌরসভার পশ্চিম বাঁশপদুয়া এলাকার কলাবাগানে নিজ বাসায় স্কেচ টেপ দিয়ে হাত, পা ও কালো কাপড় দিয়ে চোখ-মুখ বেঁধে শিশু লামিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এ সময় তার বড় বোন ফাতেমা আক্তার নিহা (১২) কৌশলে পালিয়ে পাশের কক্ষে ঢুকে দরজা আটকে দিয়ে প্রাণে রক্ষা পায়।

ওই সময় প্রাণে বেঁচে যাওয়া ফাতেমা আক্তার নিহার বিরুদ্ধে অভিযোগ করছেন তার বাবা নুরুন্নবী। নুরুন্নবী পেশা একজন গাড়ি চালাক সে দুই বিয়ে করে। 
উভয় সংসারে তার সন্তান রয়েছে।

প্রথম স্ত্রীর নাম আয়েশা আক্তার তার সাথে নুরুন্নবীর বিচ্ছেদ হলে রেহান আক্তারকে নুরুন্নবী বিয়ে করে। আয়েশা আক্তার এর ২ কন্যা সন্তানকে নিয়ে নুরুন্নবী দ্বিতীয় স্ত্রীর রেহানার সাথে সংসার করে যাচ্ছিলেন।

 গত বছরের 6 ফেব্রুয়ারি দুপুরের রহস্যজনকভাবে নুরুন্নবীর ছোট মেয়ে নামিয়া কে হত্যা করা হয়। এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সে হত্যার সাথে জড়িত কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি এবং কাউকে গ্রেফতারও করতে পারেনি পুলিশ। 
ওই ঘটনায় পুলিশ লামিয়ার মা আয়েশাকে ঘটনার পরিকল্পনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে জেল  হাজতে প্রেরণ করে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন। 
ছবি -হাসপাতালে চিকিৎসাধীন নুরুন্নবী ও তার দ্বিতীয় স্ত্রীর রেহানা আক্তার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat